হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইয়ের সাথে সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হন। এ সময় খামেনেই ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ককে উভয় দেশের জন্য উপকারী বলে অভিহিত করেন। তিনি বলেন, উভয় দেশই একে অপরের পরিপূরক হওয়ার ক্ষমতা রাখে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, কিছু মহল ও শক্তি তেহরান-রিয়াদের সম্পর্কের বিরোধী। এসব শত্রুতা মোকাবিলা করা জরুরি, এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। তিনি ইরানের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির উল্লেখ করে বলেন, ইরান সৌদি আরবকে এসব ক্ষেত্রে সহায়তা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক ভ্রাতৃপ্রতীম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা অন্যদের ওপর নির্ভরতার চেয়ে অনেক উত্তম।
এই সাক্ষাতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরিও উপস্থিত ছিলেন। খালিদ বিন সালমান এ সময় বলেন, সৌদি আরবও সব ক্ষেত্রে ইরানের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। আশা করা যায়, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ইরান-সৌদি সম্পর্ক আগের চেয়েও মজবুত হবে।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাত্কালে সৌদি বাদশাহর একটি বার্তা সর্বোচ্চ নেতা খামেনেইয়ের কাছে হস্তান্তর করেন।
আপনার কমেন্ট